বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় নৌকার অফিসে হামলা, ভাঙচুর: আহত ৫
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

মৌলভীবাজার-২ কুলাউড়া নির্বাচনী আসনে মহাজোটের প্রার্থী এমএম শাহীনের নৌকার অফিসে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনি মিয়া (২০), ছোট মিয়া (১৯), রাজু আহমদ (২০) সহ নৌকার ৫ সমর্থক আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজন বর্তমানে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামালের নেতৃত্বে দু’শতাধিক নেতাকর্মী ধানের শীষের মিছিল করে এসে পার্শ্ববর্তী কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়ায় নৌকার অফিসে হামলা ও ভাঙচুর চালায়। অফিসের আসবাবপত্র ভাঙচুর করে।

খবর পেয়ে কুলাউড়া থানার এস আই মঈন উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়। অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রথমে ব্যর্থ হলেও পরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসার নেতৃত্বে এস আই জহিরসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

কুলাউড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর জানান, জামায়াত-শিবিরসহ বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। কুলাউড়ার নির্বাচনী পরিস্থিতি অশান্ত করতেই এই হামলা চালানো হয়।

কুলাউড়া থানার এসআই জহির জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।