একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে ঐক্যফ্রন্ট মনোনিত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী লালাবাজার ইউনিয়নে দিনভর গণসংযোগ করেছেন।
১৪ ডিসেম্বর শুক্রবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সকাল ১০টায় লালাবাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। দুপুরে স্থানীয় করসনা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এসময় তিনি ১০টি পথসভায় বক্তব্য রাখেন।
পথসভায় তিনি বলেন, দুঃশাসন ও হামলা মামলা থেকে মুক্তির জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন। নির্বাচনে সবার সমান অধিকার নিশ্চিতের কথা বলে বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার জুলুম অব্যাহত রেখেছে। প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ থেকে পরিত্রাণের জন্য ধানের শীষের কোন বিকল্প নেই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনিপর সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনিপর সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লোকমান আহমদ, শামীম আহমদ প্রমুখ।
এছাড়া শফি আহমদ চৌধুরী বিকেলে প্রবীণ বিএনপি নেতা আব্দুল হান্নানের জানাযায় অংশ নেন। সন্ধ্যায় নাজিরবাজারে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন। রাতে শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠনী বক্তব্য রাখেন।