সুনামগঞ্জের তাহিরপুরে ব্যবসায়ীকে চড় মারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুর্ণেন্দু দেবকে তাহিরপুর থেকে বদলি করা হয়েছে। সেই সাথে মঙ্গলবার বিকেলে নতুন ইউএনও হিসেবে তাহিরপুরে যোগ দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এর আগে এক প্রজ্ঞাপনে ইউএনও পুর্ণেন্দু দেবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। মঙ্গলবার বিকেলে তিনি নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
জানা যায়, গত ৩ নভেম্বর রাতে ইউএনও পূর্ণেন্দু দেব তার বাসভবনের পাশে মিল ব্যবসায়ী বেলায়েত হোসেনকে চড় মারেন। এ ঘটনায় এলাকাবাসী ও বেলায়েত হোসেনের আত্মীয়-স্বজনরা ক্ষুব্ধ হয়ে ৪ নভেম্বর ইউএনওর অপসারণর দাবিতে উপজেলা সদরে ঝাড়ু ও জুতা মিছিল করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, তাহিরপুরে নবাগত ইউএনও হিসেবে মো. সাইফুল ইসলাম মঙ্গলবার যোগদান করেছে। তা ছাড়া পূর্ণেন্দু দেবের বদলির বিষয়টি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুটিন ওয়ার্ক বলেও মন্তব্য করেন।