সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বদরুজ্জামান (৪৫) নামে এক জামায়াত নেতাকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় হেতিমগঞ্জ বাজারের নিকট একটি হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বদরুজ্জামান উপজেলার ফুলবাড়ী ইউপির হেতিমগঞ্জ গ্রামের মৃত আব্দুস শহীদের পুত্র।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী বলেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল একদল পুলিশ নিয়ে বদরুজ্জামানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বদরুজ্জামান গত আগস্টের একটি নাশকতা মামলার পলাতক আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।