সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শীলঘাটে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ২৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের শীলঘাটে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম রায়গড় গ্রামের হারুন মিয়ার পুত্র আকি আহমদ (১৮) ও কানিশাইল (মাঝি পাড়া) গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মনসুর আহমদ (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামের তুহিন আহমদের সিলেট হ-১১-১২৩৯ নাম্বারের (Rx-100) মোটরসাইকেল বাড়ির নিচ থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর চক্রের ওই দুই সদস্যকে স্থানীয়রা আটক করে প্রথমে গণধোলাই দিয়ে দুই চোরকে পুলিশে সোপর্দ করে। এ সময় ওপর দুই চোর পালিয়ে গেছে বলেও জানান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী।