বিয়ানীবাজার থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর যোগদান করেছেন। ৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে তিনি বিদায়ী ওসি শাহজালাল মুন্সীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। তিনি ঢাকার অপরাধ দমন বিভাগ থেকে সরাসরি বিয়ানীবাজার থানায় এসে যোগদান করেন।
অবনী শংকর করের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি ১৯৯৮ইং সালে পুলিশের উপ-পরিদর্শক পদে যোগদান করেন। পরবর্তীতে ২০১০ সালে তিনি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি পান। তিনি এর আগে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে ওসি অবনী শংকর দুই কন্যা সন্তানের জনক।
এ দিকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর বিয়ানীবাজারে তাঁর দায়িত্বকালে রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার সাথে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, বিয়ানীবাজারের সকল অপরাধ নিয়ন্ত্রণ এবং এ জনপদের মানুষকে শান্তিতে রাখাই হবে তাঁর প্রথম কাজ।