সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোয়াইনঘাটে ওয়ারেন্টভুক্ত ৬ অাসামি গ্রেফতার
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ওয়ারেন্টভুক্ত ৬ অাসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে থানার সেকেন্ড অফিসার এস আই জুনেদ আহমেদ ও এস অাই অানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাউরবাগ হাওর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে রফিক মিয়া, মৃত অানছার অালীর ছেলে আক্কাছ, বদর উদ্দিনের ছেলে লুৎফুর, আমির অালীর ছেলে হযরত অালী, অাক্কাছ অালীর ছেলে শহর অালী ও একই উপজেলার খাইরাই গ্রামের মৃত অামান অালীর ছেলে নুরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. অাব্দুল জলিল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা জারি রয়েছে।