শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা, ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য পোল্ট্রি ব্যবসায়ী শামীম আহমদের বিরুদ্ধে ফ্রান্স প্রবাসী সাব্বির আহমদের কাছে মৃত মোরগ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ফ্রান্স প্রবাসীর অভিযোগ, বাড়ি গিয়ে ব্যাগ খুলে মরা ও পঁচা মোরগ দেখেই তা ফেরত নিয়ে গিয়ে প্রতিবাদ করলে শামীম আহমদ তাকে চরম অপদস্ত, হেনস্থা ও হুমকি-ধমকি দেন। হুমকি ধমকির কারণে এক পর্যায়ে ভুক্তভোগী এই প্রবাসী অভিমান করে লাইভে গিয়ে বলেন, ‘প্রতারণা, অপকর্ম ও অবিচারের প্রতিবাদ করে তিনি ভুল করেছেন, তাকে যেন ক্ষমা করে দেন। একজন প্রবাসী কতটা কষ্ট আর অসহায়বোধ করলে এই রকম লাইভে এসে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে। তার অপরাধ কি ছিল??’

এদিকে মৃত মোরগ বিক্রির অভিযোগে শামীম আহমদকে ব্যবসায়ি সমিতি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌরপ্রশাসক, পুলিশ প্রশাসন ও সেনাক্যাম্প ইনচার্জের প্রতি ভুক্তভোগী মহল জোর দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি কমিটি সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নেতা শামীম আহমদের দোকান থেকে ঈদের পরদিন উপজেলার মোহাম্মদনগর গ্রামের ফ্রান্স প্রবাসী সাব্বির আহমদ দুইটি মোরগ ক্রয় করেন। জবাইর পর শামীম আহমদ এক কর্মচারিকে দিয়ে সুকৌশলে দুইটির মধ্যে একটি মরা-পঁচা মোরগ ব্যাগে ঢুকিয়ে দেন। বাড়িতে গিয়ে দুই মোরগের একটি ভাল ও অন্যটি পঁচা-বিবর্ণ দেখে তৎক্ষণিক গিয়ে প্রতিবাদ করলে ক্রেতা সাব্বির আহমদকে ব্যবসায়ী শামীম আহমদ চরম অপদস্ত, হেনস্থা ও হুমকি-ধমকি দেন। প্রতারণার শিকার সাব্বির আহমদ বিষয়টি লাইভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ঘটনাটি ‘টক অব দি বড়লেখা’য় পরিণত হয়। এই লাইভের প্রায় শতভাগ মন্তব্যকারী পোল্ট্রি ব্যবসায়ি শামীম আহমদের শাস্তি দাবি করেন। তার কাছ থেকে মোরগ ক্রয় করে অনেকেই ওজনে কম ও মৃত পেয়েছেন বলে অভিযোগ তুলেন। দেশে-বিদেশে সমালোচনার ঝড় শুরু হলে ব্যবসায়ী শামীম আহমদ আরো ক্ষীপ্ত হন। অসাধু সিন্ডিকেটে দিয়ে নানাভাবে ওই প্রবাসীকে হুমকি দেন। একপর্যায়ে অভিমান করে প্রতারিত প্রবাসী সাব্বির আহমদ লাইভে গিয়ে বলেন, তিনি প্রতরাণার ও অন্যায়ের প্রতিবাদ করে ভুল করেছেন বলে ক্ষমা চান।

বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির আহ্বায়ক হাজী আব্দুল হান্নান জানান, এ ঘটনায় ব্যবসায়ি সমিতির আহ্বায়ক কমিটি ২ এপ্রিল রাতে জরুরি সভা ডেকে অভিযুক্ত যুগ্ম আহ্বায়ক শামীম আহমদকে ব্যবসায়ী সমিতি থেকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হলেন- ব্যবসায়ি সমিতির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান মানিক। সদস্যরা হলেন- হারুনুর রশীদ বাদশা ও আব্দুল হক।

অভিযুক্ত পোল্ট্রি ব্যবসায়ী শামীম আহমদ জানান, তিনি কোনো মৃত মোরগ বিক্রি করেননি। বিক্রির প্রায় তিনঘন্টা পর ওই প্রবাসী মোরগগুলি ফেরত নিয়ে আসেন। লাইভ করায় তিনি উনার সাথে কিছুটা খারাপ ব্যবহার করেছেন। তবে, এইজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী প্রবাসী সাব্বির আহমদ জানান, বাড়িতে নিয়ে ব্যাগ খুলে দুইটি মোরগ দুই ধরণের দেখে বুঝতে পারেন এক একটি মৃত ও পঁচা ছিল। তিনঘন্টা পরে নয়, কয়েক মিনিটের মধ্যেই তিনি ফেরত নিয়ে আসলে শামীম আহমদ কোনো সমাধান না দিয়ে তাকে চরম অপদস্ত ও হেনস্তা করেন, হুমকি ধমকি দেন। যা লাইভে দেশ-বিদেশের লোকজন দেখেছেন। লাইভ না করলেতো কেউ বিশ্বাসই করতেন না তিনি কী আচরণ করেছেন। পরবর্তীতে নানা হুমকি-ধমকির কারণে পুনরায় লাইভ করেছি, অপরাধের প্রতিবাদ করা তার ভুল হয়েছে, সবাই যেন তাকে ক্ষমা করে দেন।

এবিষয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণা ও অসদাচরণের ব্যাপারে প্রবাসী চাইলে নিয়মিত আদালতে মামলাও করতে পারেন।