মৌলভীবাজারের বড়লেখা সমাজসেবী সংগঠন শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ২২ মার্চ বিকেলে শনিবার পৌর শহরের পানিধারস্থ হিলফুল ফুজুল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে বাদ আসর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান।
এতে ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য একেএম মুনজ্জির আলীসহ মসজিদ কমিটির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে মসজিদের খতিব সাহেবের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়েছে।