মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ফ্রান্সে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির নতুন সভাপতি পারভেজ, সম্পাদক হাসান



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: ফ্রান্সে মৌলভীবাজার বড়লেখার প্রবাসীদের সংগঠন উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্সের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল চারটায় প্যারিস উপকণ্ঠের সারসেলের একটি রেস্টুরেন্টে নব গঠিত কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায়

এতে পারভেজ আহমদকে সভাপতি ও হাসান আল বান্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি শরীফ আহমদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম গৌছ, সহ অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক বিলাল আহমদ, সহ দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মনাফ, ক্রীড়া ও নবীন বরণ সম্পাদক মুহিবুর রহমান এবং সহ ক্রীড়া ও নবীন বরণ সম্পাদক ইমরান আহমদ।

কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি মো. ইলিয়াস আলী। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. মস্তুফা উদ্দিন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. দেলোয়ার হোসেন এবং কয়েছ আহমদ বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ যথারীতি সমিতির বিগত কার্যনির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হয়। পরে সমিতির উপদেষ্টা পরিষদের হাতে নির্বাচনের দ্বায়িত্ব অর্পণ করেন বিগত কমিটির নেতৃবৃন্দ। গত ২১ ডিসেম্বর নির্বাচনের নমিনেশন দাখিলের শেষ দিন পর্যন্ত নমিনেশন দাখিল করে স্ব স্ব পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক এবং দপ্তর ও প্রচার সম্পাদক। নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সভার রেজুলেশন অনুসারে নির্বাচিত কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ে পরিচালনা পরিষদের অন্যান্য পদ পূরণ করে সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতি ফ্রান্স দীর্ঘদিন থেকে শাহবাজপুর অঞ্চলে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখে আসছে। এ সমিতির অর্থায়নে ইতিমধ্যে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ছাত্রীদের নামাজের জন্য একটি মসজিদ নির্মাণের পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসবের পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় অসহায় মানুষের জন্য কাজ করে সংগঠনটি।