বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় লন্ডন প্রবাসীর উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামে দুই শতাধিক শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে লন্ডন প্রবাসী আনোয়ার হোসেনের উদ্যোগে তার নিজ বাড়িতে কম্বলগুলো বিতরণ করা হয়।

কম্বল বিতরণী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মুরব্বি মস্তুফা উদ্দিন মাখনের সভাপতিত্বে ও আহমদ সিদ্দিক তাপাদারের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আফজাল হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি জয়নাল আবেদীন, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু ও আনোয়ার হোসেনের সমাজসেবক পিতা কটন আলী, ছেলে রুহুল হোসাইন, আব্দুল হামিদ, সমাজসেবক আতাউর রহমান, নজরুল ইসলাম লিলু, সৈয়দ আব্দুর রহিম উনু, আব্দুল মুকিত, শিক্ষক আব্দুর রহিম, সাংবাদিক ফয়জুল হক শিমুল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন একজন মানবদরদী ব্যক্তি। মানবতার কল্যাণে তিনি কাজ করছেন। তিনি প্রায় সময় অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়ান। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করনে। প্রতিবছর শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করেন। বক্তারা আনোয়ার হোসেনের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি তারা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।