কাতারে বসবাসরত মৌলভীবাজারের বড়লেখার কাঠালতলী গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলী’র কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি এই কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির প্রধান আব্দুর রহিম এই কমিটি ঘোষণা করেন।
এতে নুরুল ইসলামকে সভাপতি, ফরহাদ সিদ্দিকীকে সিনিয়র সহসভাপতি, শাহীন আহমেদকে সাধারণ সম্পাদক, আহমদ নোমানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং কামরুল হাবিবকে সাংগঠনিক মনোনীত করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে ব্যবসায়ী সেলিম আহমেদ, কবির আহমেদ, মখলিসুর রহমান প্রমুখ উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাব্বির, শাহীন, সাহেদ, খালেদ, পাবেল, আলী জাবেদ, ছাইফুল ইসলাম, এলাইছ প্রমুখ।
উল্লেখ্য, কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলী ২০১৮ সালে যাত্রা শুরু করে। নতুন কার্যকরী কমিটি কাঁঠালতলী এলাকার কাতার প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।