রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন বড়লেখার নাজিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

এবার মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মুহাম্মদ নাজিম উদ্দিন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাঁর নাম ঘোষণা করে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর নাজিম উদ্দিন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

২৪ সেপ্টেম্বর সোমবার বিষয়টি নিশ্চিত করে শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ্বতের লড়াইয়ে তিনি অংশ নেবেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মুহাম্মদ নাজিম উদ্দিন বড়লেখা পৌরসভাধীন গাজিটেকা গ্রামের মরহুম কুটুচান্দ মিয়া ও খয়রুন নেছার প্রথম ছেলে। তিনি ২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকুরিতে প্রবেশ করেন। এরপর পর্যায়ক্রমে তিনি সুফিনগর, সুজাউল, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত সুনামের সাথে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি, খেলাধুলা, রক্তদান ও স্কাউটিং-এর সঙ্গে জড়িত রয়েছেন।