মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ইয়াবা ব্যবসায়ী আব্দুল আহাদ (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ধৃত আব্দুল আহাদ উপজেলার বালুচর এলাকার সামছুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল আহাদ জিআর (মামলা নং-৭৩/২৪) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। বৃহস্পতিবার রাতে আহাদ পাখিয়ালা এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ আহাদের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা জব্দ করে এবং তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত বলেন, আব্দুল আহাদ জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।