বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

‘প্রবাসে থেকেও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন জামায়াত নেতা খিজির আহমদ’
বড়লেখায় জামায়াত নেতা খিজির আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভায় বক্তারা

বড়লেখায় জামায়াত নেতা খিজির আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভায় বক্তারা



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা পৌর জামায়াতের সাবেক সভাপতি খিজির আহমদ দীর্ঘ দশ বছর পর কাতার থেকে স্বদেশে ফিরেছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামায়াত ইসলামীর স্থানীয় কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তাঁর আগমনকে ঘিরে রীতিমতো উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাঁকে দীর্ঘদিন পর কাছে পেয়ে সংগঠনের অনেক নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় খিজির আহমদ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

সভায় উপজেলা আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসের সুরা সদস্য মাওলানা ইসলাম উদ্দিন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুফতি জিয়াউল হক। স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, শহর ছাত্র শিবির সভাপতি হুমায়ুন কবির সাজু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জামায়াত নেতা খিজির আহমদ অনেক জেল-জুলুমের আর হুমকি-ধমকির শিকার হয়েছেন। এরপরও তিনি দমে যাননি। জালিমদের সব জুলুম-অত্যাচার উপেক্ষা করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। বিগত পৌরসভা নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হলেও কারচুপি আর জালিয়াতি করে তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তার ওপর অনেক মিথ্যা মামলা হয়েছে। মামলার বোঝা নিয়ে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিন্তু প্রবাসে থেকেও সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। অবশেষে জালিম স্বৈরাচার হাসিনার পতনের পর তিনি আজ দেশে বীরবেশে ফিরেছেন।