রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় তরুণ সনাতনী সংঘের জরুরি সভা অনুষ্ঠিত



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারে বড়লেখায় তরুণ সনাতনী সংঘ (টিএসএস) উপজেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (০৫ আগস্ট) এই সভার আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি দিলীপ দাসের সভাপতিত্বে শুরতেই গীতা পাঠ করেন সমীরন নন্দী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা টিএসএস সভাপতি গৌরাপদ রায়। অঞ্জন দেবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক পবলু দত্ত জয়,মৌলভীবাজার পৌর শাখার দিগন্ত ভট্টাচার্য। বক্তব্য রাখেন রিকেন্দ্র দাস,সুহেল চন্দ, প্রবীর দাস, রিপন দাস, মিটু দে প্রমুখ।

সভায় নব গঠিত বড়লেখা পৌর কমিটিকে শপথ বাক্য করানো হয়। পরে মেয়াদ উত্তীর্ণ বড়লেখা উপজেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সনাতনী সংঘের সমর্থনে দীপক দে পলাশকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।