নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় একটি গ্রামীণ রাস্তার মাটি ভরাটের টি.আর বরাদ্দ দুই কিস্তিতে উত্তোলন করেও রাস্তায় কোনো কাজ না করায় বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আবুল হোসেনকে প্রধান আসামী করে মামলা হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে মামলাটি (সি.আর-২৭২/২০২৩) করেছেন প্রকল্প কমিটির সদস্য সচিব উপজেলা ছাত্রলীগের সদস্য তানবীর আহমদ।
মামলায় প্রকল্প কমিটির সদস্য জায়েদ আহমদ, মহিলা সদস্য আকলিমা বেগম ও আনছার ভিডিপি সদস্য জয়নুল ইসলামকেও আসামী করা হয়েছে।
আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই পুলিশ সুপার মৌলভীবাজারকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বর্র্ণি ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন ও তার সহযোগীরা ‘পশ্চিম বর্ণি রাতখাল ব্রিজ হতে বারহাল জামে মসজিদ’ পর্যন্ত রাস্তার মাটি ভরাটে ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত ৫০ হাজার টাকা দুই কিস্তিতে গত ৭ মে ও ২৪ মে উত্তোলন করেন। ইউপি সদস্য আবুল হোসেন নিজে সভাপতি ও স্থানীয় ছাত্রলীগ নেতা (মামলার বাদী) তানবীর আহমদকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের প্রকল্প কমিটি জমা দেন। কমিটি কাগজে সদস্য সচিবের জাল স্বাক্ষর দিয়ে দুই কিস্তিতে ইউপি সদস্য আবুল হোসেন বরাদ্দের পুরো টাকা উত্তোলন করে রাস্তায় কোনো কাজ করাননি। প্রকল্প কমিটিতে জাল স্বাক্ষর প্রদান ও বরাদ্দ উত্তোলন করেও কাজ না করার ব্যাপারে জানতে চাইলে গত বৃহস্পতিবার ইউপি সদস্য ও তার সহযোগিরা সদস্য সচিব তানবীর আহমদকে অশ্লীল গালিগালাজ ও হত্যার হুমকি দেয়।
বাদী পক্ষের আইনজীবী সুব্রত কুমার দত্ত জানান, শুনানী শেষে বিজ্ঞ আদালত আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই পুলিশ সুপার মৌলভীবাজারকে নির্দেশ দিয়েছেন।