নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যাগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ০১ সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যলায়েল এই সভার আয়োজন করা হয়। এতে জেলা সহসভাপতি ও উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ এমাদুল ইসলাম।
উপজেলা ফেডারেশনের প্রচার সম্পাদক ইমরানুল হকের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে সংগঠনের উপজেলা সহ-সভাপতি আজিজুল হক, আজিজ আহমদ সাবু, সদর ইউনিয়ন সভাপতি আব্দুর রউফ, মোল্লা আহমদ হোসেন, আব্দুশ শুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।