রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হবিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন



বিজ্ঞাপন

নিউজ ডেস্ক: হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আনসার সদস্য সঞ্জব আলী (৪২) মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই তৈয়ব আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মারা যান সঞ্জব।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার পইল গ্রামে বাড়ির জমি নিয়ে বড় ভাই তৈয়ব আলীর সঙ্গে বিরোধ চলছিল আনসার সদস্য সঞ্জবের। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই জমির একটি গাছ থেকে জাম্বুরা পাড়েন সঞ্জব আলীর পরিবারের সদস্যরা। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে তৈয়ব আলী ও তার পরিবারের সদস্যরা সঞ্জব আলীকে পিটিয়ে আহত করেন। রাতে গুরুতর অবস্থায় সঞ্জবকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর সঞ্জব আলীকে বাড়ি নিয়ে আসা হয়। বুধবার দুপুরে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে সঞ্জবকে আবারো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক সঞ্জবকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্ম্কর্তা্ (ওসি) মো. মাসুক আলী জানান, সঞ্জবের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই তৈয়ব আলীকে আটক করা হয়েছে।