বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

লাতুর ট্রেনে বইসা জীবনের হিসাব করি



বিজ্ঞাপন

লাতুর ট্রেনে বইসা জীবনের হিসাব করি
🟩 সাত্তার আজাদ

লাতুর ট্রেনে সময় গুনে
সিটে কাটাই সারাক্ষণ
ইস্টিশনে পৌছাইতে রে
সময় লাগবে কতক্ষণ॥

সেই ইস্টিশন ভাঙাচুরা
ট্রেনের চাকা হইছে বুড়া
গাড়ি কখন যাবে ছাড়ি
ভাবি বসে প্রতিক্ষণ॥

লাতুর সাথে রেলের জোড়া
জোড়ায় জোড়ায় শেওলা ধরা
ঝুঁকি নিয়ে চলা ফেরা
ঘটতে পারে অঘটন॥

মেকানিকে নাগাল পেলে
ট্রেনের ইঞ্জিন নিবে খুলে
কালেক্টরে জমা হিসাব
মাস্টার চাইবে বিবরণ॥

মনন বলে অচল গাড়ি
কেমনে দেব এ পথ পাড়ি
পথে গাড়ি তুকাই ফিরে
পায়না খোঁজে ইস্টিশন॥