বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বানিয়াচংয়ে ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার



বিজ্ঞাপন

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছানা উল্ল্যাকে ২০ বছর পর গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ছানা উল্ল্যা উপজেলার দত্তগ্রামের রহমত আলীর ছেলে।

শনিবার (১২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

তিনি জানান, ১৯৯৯ সালে একই গ্রামের আব্দুল হক হত্যা মামলায় তাকে আসামী করা হয়। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় শ্রমিকের কাজ নেন। মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর তাকে দোষী করে যাবজ্জীবন সাজা প্রদান করেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।


ওসি আরও জানান, হ‌ত্যাকাণ্ডের পর বাড়ি থেকে পালিয়ে গেয়ে মাধবদীতে শ্রমিকের কাজ নেয় ছানা উল্ল্যা। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। রাতেই জেল হাজাতে পাঠানো হয়েছে।