রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী জুড়ী উপজেলায় বজ্রপাতে এক শিশু ও এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ফুলতলা চা-বাগানে বজ্রপাত ঘটে। এতে দুজনের মৃত্যু হয়।

নিহত দুজন হলো— ফুলতলা চা বাগানের নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৭) ও একই চা বাগানের শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩)।

ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘আজ সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির এক পর্যায়ে বিকট শব্দে ভূমিজদের ঘরে বজ্রপাত হয়। বজ্রপাতের সময় ওই দুজনই তাদের ঘরে ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘বজ্রপাতে দুজন মারা গেছেন। এদের একজন শিশু আর আরেকজন চা শ্রমিক। ঘটনার সময় তারা সবাই নিজ বাড়িতেই ছিলেন।’