শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত



বিজ্ঞাপন

নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালক নুর ইসলাম নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টরকে পেছন থেকে বালুবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চালক নুর ইসলাম এবং ড্রাম ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরের চালক নুর ইসলাম মারা যান।


তিনি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চর নুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

দুর্ঘটনার পরে মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।