রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ী সীমান্তে যাতায়াত বন্ধ, ফ্রান্স প্রবাসী কোয়ারেন্টাইনে
জুড়ী প্রতিনিধি

জুড়ী প্রতিনিধি



বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে মৌলভীবাজারের জুড়ী সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে রোববার থেকে যাতায়াত বন্ধ হয়। এদিন এক ভারতীয় নাগরিক স্বদেশে যেতে চাইলে ইমিগ্রেশন পুলিশ তাকে সুতারকান্দি সীমান্ত দিয়ে যাবার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেয়।

এদিকে ফ্রান্সফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে জুড়ীর ফুলতলা (বটুলি) স্থলবন্দরসহ দেশের সকল সীমান্তে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।

বটুলি সীমান্তে গত ৩ ফেব্রুয়ারি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল ক্যাম্প শুরু করে ১৪ মার্চ পর্র্যন্ত চালু থাকে। এ সময়ের মধ্যে গত ১১ ফেব্রুয়ারি এক ভারতীয় নাগরিকের শরীরে ৩৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় তাঁকে ফেরৎ পাঠানো হয়।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, উচ্চ পর্যায়ের মৌখিক নির্দেশে যাতায়াত বন্ধ করা হয়েছে বলে ইমিগ্রেশন পুলিশ অবগত করেছে। ফ্রান্সফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।