হবিগঞ্জের মাধবপুরে রেললাইনের পাশ থেকে ইসমাইল হোসেন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ইসমাইল হোসেন ওই এলাকার তোফাজ্জুল হোসেনের ছেলে।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, রাতে পারিবারিক কাজে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি ওই ব্যক্তি। পরে দুপুরে বাড়ির পার্শ্ববর্তী রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে না রেলের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে এখনো বিষয়টি স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।