হবিগঞ্জের নবীগঞ্জে রাতের আঁধারে গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ ইটভাটা। সোমবার রাতে উপজেলার দীঘলবাক ইউপির লিপাইগঞ্জ বাজার সংলগ্ন হিরো ব্রিজ ফিল্ড নামে ওই ভাটাটি গুড়িয়ে দেয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জলবায়ু ও পরিবেশ অধিদফতরের একটি টিম। অভিযানে সহযোগিতা করেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই রুবেল হোসেনসহ পুলিশ সদস্যরা।
সিলেট জলবায়ু ও পরিবেশ অধিদফতরের পরিচালক ইশরাত জাহান পান্না জানান, ইটভাটাটি সরকারি জায়গায় নির্মাণ করে অবৈধ ভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল কয়েকজন প্রভাবশালী। এরই প্রেক্ষিতে বুলডোজার দিয়ে ইট পোড়ানোর জন্য নির্মিত চুলা, চুলি ইট গুড়িয়ে দেয়া হয়েছে।