ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে রোলারে মাইক্রোবাসের ধাক্কায় অনু মিয়া নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টায় মহাসড়কের হরিশ্যামা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনু মিয়া চুনারুঘাটের গণকিরপার সাদ্দাম বাজার এলাকার বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, চুনারুঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাস মহাসড়কের হরিশ্যামা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অনু মারা যান।
এছাড়াও আহত অবস্থায় ছালেক মিয়া, মারুফ মিয়া ও তোফাজ্জুল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।