মৌলভীবাজারের জুড়ী উপজেলা গঠনের পনের বছর পর এই প্রথম আগামী ১২ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
পনের বছর পর জুড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। সভাপতি-সম্পাদক পদপ্রার্থীরা কাউন্সিলারদের নিকট ভোট প্রার্থনা করছেন। তবে চাপিয়ে দেয়া কোনো কমিটি নয়, কাউন্সিলারদের ভোটেই যেন নেতৃত্ব নির্বাচন হয় কাউন্সিলাররা এমনটাই দাবি করেন।
সভাপতি পদে দলীয় নেতাকর্মীদের মুখে এখন পর্যন্ত দুই জনের নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ চৌধুরী খুশী। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কুলাউড়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল খালিক সোনা, সাবেক যুবলীগ নেতা সিরাজুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম কাজলকে নিয়ে কর্মীদের মুখে আলোচনা চলছে।