মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে ট্রাক চাপায় খয়রুন নেছা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে শহরের উছলাপাড়াস্থ পলি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত খয়রুন নেছা উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত আক্তার হোসেনের স্ত্রী।
নিহত খয়রুন নেছার প্রতিবেশী ফজলুল হক বলেন, উনার মেয়ে পলি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সকালে মেয়ের জন্য নাস্তা খাবার আনতে ক্লিনিক থেকে বের হন। আশেপাশে একমাত্র চায়ের হোটেলটি সড়কের ওপারে অবস্থিত। রাস্তা পারাপরের সময় দুর্ঘটনাটি ঘটে। এর আগেও এই জায়গায় একই রকম দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার এসআই নিরঞ্জন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।