মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটের মইনের গান শুনে কবির সুমন কি লিখলেন?
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সুরের দেবতা যে কার কণ্ঠে অবস্থান করবেন তা তারই মর্জি। ধনী-দরিদ্রের ভেদ নেই নেই তার কাছে। তাই কখনো ব্যস্ত সময়েও ফুটপাথবাসিনীর কণ্ঠে ডুকরে ওঠে মন। ফিরে তাকাতেই হয়। চরম ব্যস্ততাতেও মনে পড়ে যায় বিধির বিধান। যেমন মনে করালেন সিলেটের এই কিশোর। ফেসবুকে যার গান শেয়ার করে কবির সুমন লিখলেন, ‘ধন্য এই মানবজীবন।’

মানুষের জন্য তৈরি বেড়াটা এক লহমায় উধাও হয়ে যায় সুরের মূর্ছনায়। রাজনৈতিক বিভাজন পেরিয়ে বাঙালির মুখোমুখি হয় বাঙালি। ভাগাভাগি, ভাঙাভাঙির সব চেষ্টা ব্যর্থ করতে তখন এক ছোট্ট কিশোরই যথেষ্ট। তেমনই একজনের কণ্ঠ ফেইসবুকে শেয়ার করলেন কবির সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে সেই গান। নৌকা বাইতে বাইতে কিশোরের উদাত্ত কণ্ঠে জনপ্রিয় লোকশিল্পী শাহ আব্দুল করিমের ‘বন্ধে মায়া লাগাইসে’ গানটি যেন অনুরণিত হচ্ছে প্রকৃতির প্রতিটি কোণে।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, গানটি শেয়ার করে কবির সুমন লিখেছেন, ‘ধন্য এই মানবজীবন – এমন গান শুনতে পেলাম এমন নবীনের রূপ দেখতে পেলাম। ইনিই প্রফেট। ইনিই সুরের উদগাতা। ইনিই সুরের সুর।’

ভিডিও লিংক …

ভিডিও থেকে জানা গিয়েছে, সিলেটের ওই কিশোর মাঝি চতুর্থ শ্রেণিতে পড়ে। নাম মইনউদ্দিন। নাও বাইতে বাইতেই কখনো গেয়ে ওঠে সে। তেমনই একটি গান রেকর্ড করেছিলেন কয়েকজন তরুণ পর্যটক।