সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ওবিই (অর্ডার অব দ্যা বৃটিশ অ্যাম্পায়ার) খেতাবে ভূষিত হলেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মোহাম্মদ মাহমুদ। মসজিদের ইমাম হিসেবে ওবিই খেতাব প্রাপ্তি এটি তাঁর একটি বিরল অর্জন।
২০১৭ সালের জুন মাসে নর্থ লন্ডনের ফিন্সবারী পার্ক মসজিদের মুসল্লিদের উপর ইসলাম-বিদ্বেষী ড্যারেন অজবর্ণ গাড়িচাপা দেওয়ার পর মানুষের তাৎক্ষনিক রোষানল থেকে সন্ত্রাসীকে রক্ষা করেছিলেন ইমাম মুহাম্মদ মাহমুদ। তাঁর এই সহসীকতার জন্য বৃটেনের রানীর নতুন বছরের অনার লিস্টে তাঁকে অন্তর্ভূক্ত করা হয়েছে। ঘটনার সময় তিনি নর্থ লন্ডনের স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। গাড়িচাপার ঘটনায় মসজিদের মুসল্লি বৃটিশ-বাংলাদেশি মকরম আলীর (৫১) প্রাণহানী ঘটে। এ ঘটনায় তখন মুসলিম কমিউনিটিতে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে আদালতের রায়ে সন্ত্রাসী ড্যারেন অজবর্ণের কমপক্ষে ৪৩ বছর কারাদণ্ড হয়।
উল্লেখ্য, ইমাম মুহাম্মদ মাহমুদ গত বছর ইস্ট লন্ডন মসজিদের অন্যতম ইমাম ও খতীব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মিশরী বংশোদ্ভুত বৃটিশ ইমাম মোহাম্মদ মাহমুদ যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা লাভ করেন।