মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে নিহত জায়ফরনগর তরুণ সংঘ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. তাহির আলী ও মো. লিয়াকত আলী স্মরণে সংগঠন ও পরিবারের পক্ষ থেকে শুক্রবার এক শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনা করা হয়।
জায়ফরনগর তরুণ সংঘ’র সাধারণ সম্পাদক সারওয়ার আহমদ আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান, মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত সদস্য ও জায়ফরনগর তরুণ সংঘ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. বদরুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাষ্টার, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালিক, জুড়ী উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুস শহীদ, কুলাউড়া আল ইসলাহ’র সহ সভাপতি এহসানুল ইসলাম, কুলাউড়া পৌরসভা আল ইসলাহ’র সভাপতি কাজী খন্দকার ফখরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জায়ফরনগর তরুণ সংঘ’র সভাপতি এমদাদুল হক বাবর, সহ সভাপতি মো. তারেকুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সভাপতি কামরুল ইসলাম, হামিদপুর সমাজ কল্যাণ সংস্থা’র সহ সভাপতি আসাদুজ্জামান সায়েফ, চাটেরা যুব উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক জাকির মনির, সভাপতি ফয়জুর রহমান দুদুল, বক্তব্য রাখেন জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুনেদ আহমদ, সাত পঞ্চায়েত কৃষি খামার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সুজন তালুকদার, জুড়ী উপজেলা আল-ইসলা’র সভাপতি মাওলানা আব্দুস শহীদ, জুড়ী ট্রাক ও ট্যাংক সমিতির একেএম মন্তাজ আলী, মখন মিয়া, লতিফ খান, হাফিজ এমএ মান্নান। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুম মো. লিয়াকত আলীর বড় ভাই সফর আলী।
সভায় বক্তারা প্রশাসনের নিকট মো. তাহির আলী ও মো. লিয়াকত আলীর খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।