সিলেটের গোলাপগঞ্জে অজ্ঞাত যুবতী হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বদরুল ইমলাম বিপ্লব ওরফে বাবু (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে ঢাকা আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আসামির তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে তরুণী খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
আটককৃত বদরুল ইমলাম বিপ্লব ওরফে বাবু গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ রায়গড় গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল হক বলেন, আসামি বদরুলকে প্রযুক্তির মাধ্যমে ঢাকা আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় কাটগড়া এলাকা থেকে আটক করা হয়। খুনের কথা এখনো সে স্বীকার করেনি। জিজ্ঞাসাবাদ করে খুনে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে। তাহলেই খুনের পুরো রহস্য উন্মোচিত হবে।
আটকের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তরুণীর পরিচয় এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় লেচুবাগান থেকে হাত-পা বাঁধা গলাকাটা এক অজ্ঞাত যুবতীর লাশটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর লাশের কোন পরিচয় না পেয়ে ময়না তদন্তের পর সিলেটর মানিকপীরের টিলায় দাফন করা হয়।