বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মৌলভীবাজারে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা

নিজস্ব সংবাদদাতা



বিজ্ঞাপন

মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযানে চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে থেকে জেলার ৭টি উপজেলায় অভিযান চালিয়ে পুলিশের তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার মডেল থানায় শিবিরের সাবেক সভাপতি আহমেদ ফারুক (৪০), জেলা জামায়াতের সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন (৫০), জেলা শিবিরের সদস্য মো. মাহমুদুর রহমান (২৬), জেলা জামায়াতের সদস্য আব্দুল করিম (৩৫), শিবির সদস্য মনির আহম্মদ (২২), কুলাউড়া থানায় সাজ্জাদ আহম্মদ শাকিল (২০), জামিলুর রহমান (২২), আসাদ আহম্মদ (২৭), ছাত্র শিবির সদস্য পারভেজ আহমদ (২৫) ছাত্র শিবির সদস্য জনি মিয়া (২৭), জুড়ী থানায় সাগরনাল ইউনিয়নের জামায়াতের সভাপতি মুকিত মিয়া (৪০) ও জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের জামায়াতের সভাপতি মো. ফরিদ মিয়া (৪৫) ও রাজনগর উপজেলার জামায়াতের টেংরা ইউনিয়নের সভাপতি মর্তুজ আলী (৪৫)।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলার রয়েছে।