বুধবার, ২৬ জুন ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

এমসি কলেজে ‘ফিজিক্স ক্লাব’র আত্মপ্রকাশ, সভাপতি আলবাব, সম্পাদক রাফিদ



বিজ্ঞাপন

এমসি কলেজে ‘ফিজিক্স ক্লাব’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- সভাপতি আলবাব খাঁন (১৩-১৪), সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান চৌধুরী (১৩-১৪), সহ সভাপতি খায়রুল আলম (১৪-১৫), ফয়েজ আহমেদ রুহান (১৪-১৫), বিভাস চৌধুরী (১৪-১৫), রুহুল আবেদীন জুবায়ের (১৪-১৫), নাহিদা জাহান স্বর্ণা (১৪-১৫), সাধারণ সম্পাদক রাফিদ ইসলাম (১৪-১৫), যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল আহমদ (১৪-১৫), ফুয়াদ হোসাইন হিমু (১৫-১৬) , নাবিলা তাসনিম (১৬-১৭), সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালমান আহমেদ (১৫-১৬), সহ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান রাফসান (১৬-১৭), সাব্বির আহমদ (১৬-১৭) , সাহনাজ আক্তার (১৬-১৭) , সামসুল আহমদ সায়েম (১৭-১৮), প্রচার সম্পাদক হেসাম আহমেদ (১৪-১৫), সহ প্রচার সম্পাদক হাসনাত সানি (১৫-১৬), পার্থ প্রতিম চক্রবর্তী (১৬-১৭) নয়ন দাস (১৭-১৮), আবু মোহাম্মদ ইরাম (১৮-১৯) ,সাংস্কৃতিক সম্পাদক দীপ্তি রায় (১৪-১৫), সহ সাংস্কৃতিক সম্পাদক কংকন আচার্য্য (১৬-১৭) , দপ্তর সম্পাদক মিনহাজ নায়েম (১৭-১৮), সহ দপ্তর সম্পাদক ফজলে রাব্বি ত্বোহা (১৭-১৮) , অর্থ সম্পাদক শাওন দেবনাথ আদি (১৫-১৬) , সহ অর্থ সম্পাদক অচিন্ত্য কুমার নাগ স্বরুপ (১৭-১৮), ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহজাহান ইসলাম শাহান (১৫-১৬), সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক লিংকন দাস মানবন্দ্র (১৬-১৭)।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান আবুল আনাম রিয়াজ, সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানি চৌধুরী, সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ আলাউদ্দিন খান, স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয়র পরিষদের সাবেক সভাপতি মহিবুর রহমান সাজু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি