‘হাকালুকি হাওর’ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক জলাভূমি। শীতকালে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথি পাখির তুমুল কলকাকলি, রাখালের বাঁশিতে মেঠো সুর, সূর্যমুখী ফুলের উপর প্রজাপতির অবাধ ওড়োউড়ি, সবুজ বিছানা এবং বর্ষায় ভরা যৌবনে ঢেউয়ের সাথে জলের থই থই খেলা, মাঝিদের হাকডাক আর জেলেদের জালে মাছের লাফালাফি এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভূত চিত্রকল্প!
ছবি: লাতু এক্সপ্রেস