রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জে শিম গাছের সাথে এ কেমন শত্রুতা!
নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:



বিজ্ঞাপন

সিলেটের গোলাপগঞ্জে এক চাষীর শিম ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। ২০ নভেম্বর মঙ্গলবার দিবাগত ভোর রাতে উপজেলার আমুড়া ইউনিয়নের শিকপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। এতে দেড় লক্ষ টাকার ফসল বিনষ্ট হয়েছে বলে জানা যায় ।

জানা যায়, মঙ্গলবার ভোর রাতে শত্রুতার জেরে দুর্বৃত্তরা আমুড়া ইউনিয়নের শিকপুর গ্রামের চাষী জহুর উদ্দিনের ১৫ শতক জমির উপর চাষকৃত শিমের সব গাছ কেটে ফেলে। ২১ নভেম্বর বুধবার সকালে জহুর উদ্দিন শিম ক্ষেতে গিয়ে দেখতে পান পুরো শিমের গাছ কাটা। তাৎক্ষণিক তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেন।

ক্ষতিগ্রস্ত চাষি জহুর উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জেরে কেউ এ কাজটি করেছে। গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানান তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, শিম চাষি জহুর উদ্দিন তার পুত্র আফতাব উদ্দিনকে নিয়ে শিম ক্ষেতে আহাজারি করছেন। এ ঘটনায় গ্রামের শত শত মানুষ শিম ক্ষেতের চার পাশে ভীড় জমায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ জানান, বিষয়টি আসলেই ন্যাকারজনক। আমি বিষয়টি শুনেছি। সরেজমিন দেখতে যাবো।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল শিবলি জানান, বিষয়টি আমায় কেউ এখনো অবগত করেনি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা