বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

লাখাইয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহনুর রহমান তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

৫ নভেম্বর সোমবার বিকেলে লাখাই উপজেলার কালাউক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহনুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, নাশকতা সৃষ্টির মামলায় শাহনুরকে গ্রেফতারের পর বিকেলেই আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।