মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ওসমানী বিমানবন্দর সড়কে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্বামী-স্ত্রী
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ৫ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর এমএজি ওসমানী বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেট নগরের কাস্টঘর এলাকার বাসিন্দা ফয়সাল চৌধুরী ও তাঁর স্ত্রী ইউসা চৌধুরী।

জানা যায়, স্ত্রী ও সন্তানদের নিয়ে সোমবার বিকেলে সিরেটের বিমানবন্দর এলাকায় বেড়াতে গিয়েছিলেন নগরীর কাস্টঘর এলাকার বাসিন্দা ফয়সাল চৌধুরী (৪২)। সন্ধ্যায় মালনীছড়া চা বাগানের সামনে তাদের অটোরিকশাকে ধাক্কা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে গুরুতর আহত হন ফয়সাল চৌধুরী, তাঁর স্ত্রী ইউসা চৌধুরী, দুই সন্তান ও অটোরিকশা চালক।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফয়সাল চৌধুরী, তাঁর স্ত্রী ইউসা চৌধুরীকে মৃত ঘোষণা করেন। তবে তাদের দুই সন্তান ও চালক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিমানবন্দর সড়ক থেকে ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ।