বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া প্রতিনিধি



বিজ্ঞাপন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় লিপি বেগম (২০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ অক্টোবর রবিবার বেলা ২টার দিকে তার শ্বশুরালয় উপজেলার ভূকশীমইল ইউনিয়নের কানেহাত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভূকশীমইল ইউনিয়নেরলিপি বেগম কাতার প্রবাসী সামাদুর রহমান নুনু’র স্ত্রী এবং একই উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা ইউনিয়নের আব্দুল মনাফের মেয়ে।

লিপি বেগমের মা রোশনা বেগমের অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ৭ মাস আগে মেয়ের বিয়ে হয়। সময় সংক্ষেপ থাকার কারনে বিয়ের সময় মেয়ের সাথে আসবাবপত্র দিতে পারিনি। বিয়ের ১০দিনের মাথায় আসবাবপত্র মেয়ের স্বামীর বাড়িতে পাঠাই। এই আসবাবপত্রের টাকা মেয়ের স্বামী সামাদ দিয়েছেন বলে লিপিকে তার শ্বশুরবাড়ির লোকজন প্রায়শই কথা শুনিয়ে মানসিক নির্যাতন করতেন।

তিনি আরো বলেন, মেয়ের জামাই প্রায় ৪ মাস আগে কাতার চলে যায়। গত কিছুদিন আগে মেয়ের সাথে শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক দ্বন্দ্ব দেখা দিলে আমরা উভয় পরিবার বিষয়টি মীমাংসা করে দেই। আজ দুপুরের দিকে মেয়ের শ্বশুর আমাদেরকে মোবাইলে ফোন দিয়ে দ্রুত তাদের বাড়িতে যাওয়ার জন্য বলেন। দুপুর আড়াইটার দিকে সেখানে গিয়ে মেয়ের লাশ দেখতে পাই। এর আগে সকাল ১১টার দিকে আমার মেয়ে তার বাবার সাথে মোবাইলে সুস্থভাবে আলাপ করে।

এ ব্যাপারে লিপির ভাসুর বঙ্গবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, আমি বিদ্যালয়ে ছিলাম। দুপুরে আমার স্ত্রীর সাথে সে রান্নাঘরে কাজ করছিলো। ওই সময় লিপির মোবাইলে একটি ফোন কল আসায় লিপি তার রুমে চলে যায়। এরপর প্রায় এক ঘণ্টা যাবৎ সে রুম থেকে বের না হওয়ায় অনেক ডাকাডাকি করা হয়। এসময় কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন আমাকে বিষয়টি ফোন করে জানালে আমি বাড়িতে এসে পুলিশকে অবহিত করি।

ভেতর থেকে দরজা লাগানো থাকায় পুলিশ সিলিংয়ের ছাদ দিয়ে রুমে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। লিপির সাথে তাদের কোন দ্বন্দ্ব ছিলো না বলেও জানান সাইদুর রহমান।

এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, সুরতহাল তদন্তে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।