মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে আফিয়া বেগম (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন ইটারখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফিয়া কুলাউড়া উপজেলার অলকিরপার এলাকার তজমুল মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের খিরনী ব্রিজের নিকটবর্তী ইটখলা মিলের সামনে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একটি ট্রাকের (নং কুষ্টিয়া ট ১১-১৮৩০) চাকায় পিষ্ট হয়ে বোরকা পরা এক তরুণী মারা যান। ঘটনার পর পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করেনে।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পানবাহী এটি ট্রাক উপজেলার ভানগাছ থেকে শমশেরনগর যাওয়ার পথে তরুণীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।