মৌলভীবাজারে ফরিদ মিয়া (৬০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ৯ (র্যাব)। ১৭ অক্টোবর বুধবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার শমশেরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদ মিয়া (৬০) মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রাম গ্রামের প্রয়াত দিলদার মিয়ার ছেলে।
ফরিদ মিয়ার বিরুদ্ধে খুন, অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত ফরিদ মিয়াকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।