২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রায় প্রত্যাখান করে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে বিএনপি। অন্যদিক রায়কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো।
১০ অক্টোবর বুধবার দুপুর দেড়টায় শহরের শাহ মোস্তফা কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান গ্রুপের অনুসারী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শাম্মির হাবিব চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, ছাত্রদল সভাপতি রুবেল মিয়া, সহ-সভাপতি রাজু আহমদ,শাহ আলম প্রমুখ।
এর আগে দুপুর সাড়ে ১২টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শোডাউন ও আনন্দ মিছিল করে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরারা বিভিন্ন সড়কে অবস্থান নিতে দেখা যায়।
এ বিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, শহরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।