মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের হাতে চোলাই মদসহ আটক মাদক সম্রাট সোনাহর আলীকে (৫০) রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোনাহর আলী উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের অজই মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ৬ অক্টোবর শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের নেতৃত্বে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে সোনাহর আলীকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। মামলা নং-০৬।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাহরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।