সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে জগ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল ৪ হাজার ১ শত ৫৯ ভোট বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩হাজার ৯ শত ৫৭ ভোট।
মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) পেয়েছেন ৩ হাজার ৫ শত ৫৬ ভোট ।
নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৩ হাজার ৩ শত ৫৪ ভোট।
কোন কেন্দ্রে কে কত ভোট পেলেন:
১নং এমসি একাডেমী কেন্দ্র: জগ প্রতীকে আমিনুল ইসলাম রাবেল পেয়েছেন ২৩৭ ভোট, এই কেন্দ্রে নারিকেল গাছ প্রতীকে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৫শত ৮৮ ভোট, নৌকা প্রতীকে জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩শত ২১ ভোট ও মোবাইল প্রতীকে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৫৩ ভোট।
২নং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৩১ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ১ হাজার ৪শত ৮৭ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ১ শত ৮২ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৩৩ ভোট।
৩নং ঘোষগাও মাদ্রাসা কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৩৮ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৬২৫ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৩৫১ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ১৫১ ভোট।
৪নং হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ১হাজার ৩শত ৬৫ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৫৬ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ১৭৯ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৫৬ ভোট।
৫নং দাড়ি পাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ১হাজার ১শত ৮১ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৬৮ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ২২০ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ২০৭ ভোট।
৬নং ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৪ শত ৯০ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ১২৯ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৫৭৬ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৬৮৩ ভোট।
৭নং রনকেলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৫৫ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৫৫ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৯৭৯ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৯৭৯ ভোট।
৮নং কোয়ালিটি স্কুল কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৫ শত ২২ ভোট। এই কেন্দ্রে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ২৪৫ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৬২১ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৪৭৫ ভোট।
৯নং সৈয়দ তানবীর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ২ শত ৩০ ভোট পান। এই কেন্দ্রে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৮১ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৫৪১ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৯১৯ ভোট পান।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১হাজার ৬শত ৩২জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন।