বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে রুই মাছের পেটে ইয়াবা!
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটের বন্দবাজারে রুই মাছের পেটের ভেতর থেকে ৬১৪ পিস ইয়াবাসহ আব্দুল খালেক (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব।

২৪ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় বন্দরবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লিমিটেডের মার্কেটের সামনে থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুল খালেক গোয়াইনঘাট উপজেলার মিত্রীমহল গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

র‍্যাব জানায়, খালেক ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য কিনে মাদকসেবীদের নিকট বিক্রি করত। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।