মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চা বাগান ব্যবস্থাপকদের সঙ্গে পুলিশ প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা থানা পুলিশের আয়োজনে ২২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় থানা সভাকক্ষে থানার অফিসার ইন-চার্জ মো. ইয়াছিনুল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, শাহবাজপুর চা বাগানের ব্যবস্থাপক আলী আহমদ, সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মো. আলী খান, পাল্লাথল চা বাগানের ব্যবস্থাপক মাহবুবুর রহমান, আল্লাদাদ চা বাগানের ব্যবস্থাপক মিন্টু কুমার দে, লক্ষীছড়া চা বাগানের ব্যবস্থাপক মুন্সি মারুফুর রহমান, রহমানিয়া চা বাগানের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম প্রমুখ।
সভায় চা বাগানগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও জঙ্গীবিরোধী বিষয়ে আলোচনা করা হয়।