মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কারামুক্ত নওয়াজ ও মেয়ে মারইয়াম
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মারইয়াম নওয়াজ। বুধবার দুপুরে আদালতের নির্দেশের পর রাতেই আদিয়ালা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।

এর আগে বুধবার দুপুরে সেদেশের ইসলামাবাদ হাইকোর্ট তাদের সাজা স্থগিত করে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।

জিও টিভি জানায়, নওয়াজ শরিফকে দেয়া ১০ বছর কারাদণ্ড এবং মেয়ে মারইয়ামের ৭ বছর কারাদণ্ড স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্ট।

লন্ডনের অভিজাত এলাকায় অবৈধভাবে একটি বাড়ির মালিক হওয়ায় নওয়াজকে এই সাজা দেয়া হয়েছিল। আর বাবার বিরুদ্ধে এই মামলা এবং বিচার প্রক্রিয়ার সমালোচনা করায় মেয়েকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়।

গত সপ্তাহে নওয়াজের স্ত্রী কুলসুম লন্ডনের একটি হাসপাতালে মারা যান। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার জানাজার জন্য নওয়াজ ও মারইয়াম প্যারোলে কারাগার থেকে মুক্তি পান।

গত বছর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে সুপ্রিম কোর্টের আদেশে নওয়াজ প্রধানমন্ত্রিত্ব হারান।

আর এই মামলা ও বিচার প্রক্রিয়ার সমালোচনা করায় তার রাজনৈতিক উত্তরসূরি মারইয়ামকে সাত বছর কারাদণ্ড দেয়া হয়েছিল।

সাজাপ্রাপ্ত বাবা-মেয়ে দুইজনই দাবি করেছেন, তারা কোনো আইন ভঙ্গ করেননি।