রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়া সরকারি কলেজে ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন
কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া প্রতিনিধি



বিজ্ঞাপন

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে নব-নির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর শনিবার সকালে ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন।

কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মশিউর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মতিন এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কুলাউড়া উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। কুলাউড়া কলেজ ও কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় দু’টি সরকারীকরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনে ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রসারে অতীতের কোনো সরকার এ ধরনের উদ্যোগ নেয়নি। সরকার শিক্ষাকে অগ্রাধিকার দেয়ায় দেশে শিক্ষিতের হার বৃদ্ধি পেয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে পুনরায় ক্ষমতায় আনার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আব্দুল মানিক, লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান, কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, কুলাউড়া সরকারি নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, প্রকৌশলী পারভেজ ঈষান, শিক্ষানুরাগী আব্দুল বাছিত লেবু ও আব্দুস শহিদ মাখন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু, সম্পাদক আনোয়ার বখশ, ছাত্রলীগ নেতা রিপন বখশ ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম।