রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শ্রীমঙ্গলে ছিনতাইকারীদের জনতার ধাওয়া, সিএনজিসহ আটক ২
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাত ৮:৪৫ মিনিটে শহরের মৌলভীবাজার রোডস্থ ১নং পুল সংলগ্ন এবি ব্যাংক এর সামনে ডা. শিউলী দেবের ব্যাগ ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে যায়। শিউলীর চিৎকারে কয়েকজন মোটরসাইকেল নিয়ে সিএনজিকে ধাওয়া করে মৌলভীবাজারের নিতেস্বর এলাকা থেকে সিএনজি চালকসহ দুজনকে আটক করা হয়। এসময় তাদের সাথে একটি সিএনজি (মৌলভীবাজার-থ ১২-০৫১৬) আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার তেরগাঁও গ্রামের কাছাই মিয়ার ছেলে সামসুল হক (২৩) এবং সিএনজি চালক মৌলভীবাজার জেলার পশ্চিম ধরকাপন গ্রামের আলমগীর মিয়ার ছেলে শাকিল মিয়া (২৪)।

ডা. শিউলী দেব জানান, শহরের মেডিহেলপ সেন্টারে প্রেক্টিস শেষে রাত্র ৮:৪৫ মিনিটে রিক্সাযোগে বাসায় যাচ্ছি। ১নং পুলস্থ এবি ব্যাংকের সামনে সিএনজি যোগে একজন আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, ছিনতাইয়ের ঘটনা শুনে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল স্থানীয় লোকজনসহ তাদের পিছু নেই। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় সিএনজিসহ দুজনকে আটক করি। এ সময় একজন পালিয়ে যায়। ছিনতাইকৃত ব্যাগ, মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করা হয়। মামলার প্রস্তুতি চলছে।